ঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
- Update Time :
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
-
১৭
Time View
তথ্য অধিকার আমার জানতে হবে সবার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ পালিত হয়েছে।২৮ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা চত্বরে এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম ওয়ারেছ নাইম। একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন, কৃষি কর্মকর্তা হুমায়ূন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান , আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ উপজেলা ছাত্রলীগের শাহরিয়ার খান শাওন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন তথ্য অধিকার অংশ গ্ৰহন করা স্টল গুলো পরিদর্শন করেন, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন শেষ করে।
Please Share This Post in Your Social Media