-শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-
আইডি নংঃ ১০১৫
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বিকাল ৫ টায় পাংশা পৌরসভার শিল্প ও বণিক সমিতির কার্যালয় কেক কাটেন পাংশা আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এ সময় তারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেনের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠান শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করে।
পাংশা উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান এর উপস্থিত পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলার পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান (ওদুদ)
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ নজরুল ইসলাম জাহাঙ্গীর, ৩ নং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান মন্ডল, ও মোঃ ইদ্রিস আলী মন্ডল সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র লীগ পাংশা উপজেলার শাখা, পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান পদ প্রার্থী মো. ইউনুস আলী বিশ্বাস (মাস্টার) পৌর যুবলীগ নেতা কুরবান আলী চৌধুরী, তরুণ প্রজন্মের তরুণ নেতা মোঃ মারুফ খান, খাইরুল ইসলাম, প্রমুখ।
এ সময় নেতা কর্মীরা স্লোগান দিতে থাকে শুভ শুভ শুভ দিন শেখ হাসিনার জন্মদিন। শেখ হাসিনা সরকার বারবার দরকার। উপস্থিত বক্তব্য দিয়ে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।