বালিয়াকান্দিতে গাছ কাটতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ৩

বালিয়াকান্দিতে গাছ কাটতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ৩

243016751 1026923621477158 4143490589110108412 N

শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-আইডি নংঃ ১০১৫
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামে গাছ কাটতে গিয়ে হাতে তৈরি বোমা বিস্ফোরণে এক নারীসহ তিনজ কাঠুরি আহত হয়েছে। রোববার ২৬ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানাযায়।
আহতরা হলেন, বাকসাডাঙ্গির আবদার (৪৫), খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত মন্ডল (৩৫) ও বিলটাকা পোড়া এলাকার কাদেরের স্ত্রী আলেয়া বেগম (৩৪),
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংঙ্কাজনক হলে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নারুয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ঢাকা বিডি ইউনিয়ন নিউজকে বলেন, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির নিজ পুকুরের চালায় কাটুরিয়ারা মেহগনি গাছ কাটতে আসে সে সময়ে গাছের গোড়ায় কুড়াল দিয়ে কোপ দিলে এ বিস্ফোরণ হয়। এ সময় গাছ কাটার কাজে নিয়োজিত দুই ব্যক্তি ও পাশে থাকা একজন নারী আহত হন। গাছের নিচে জিআই পাইপ দেখা গেছে।ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়। কুঁড়ালের কোপ লাগার পরই সেটি বিস্ফোরণ হয়। কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে কথা হলে তারা বলেন। হয়তো পাইপে বিস্ফোরক জাতীয় কোনো কিছু ছিল। তাই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এ ব্যাপারে বলেন, গাছ কাটার সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছে শুনার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। তদন্ত করার পরে জানানো হবে সেখানে কোন বিস্ফোরক ঘটায় এমন কোনো দ্রব্য ছিলো কিনা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan