পাংশায় মিথ্যা প্রচারণায় কাউন্সিলর চাঁদ আলীকে মানহানি করায় থানায় জিডি

পাংশায় মিথ্যা প্রচারণায় কাউন্সিলর চাঁদ আলীকে মানহানি করায় থানায় জিডি

242868806 1026883254814528 4057457924129651882 N

শামিম বিশ্বাস রাজবাড়ীঃ-আইডি নংঃ ১০১৫
রাজবাড়ীর পাংশায় ফেইসবুক ফেক আইডির মাধ্যমে মিথ্যা প্রচারণায় এক কাউন্সিলরের মানহানি করেছে একটি কুচক্রী মহল।
এ ঘটনায় রোববার (২৬ সেপ্টেম্বর) পাংশা মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী পাংশা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার ।
থানার জিডি সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় “অসাধারণ ছেলে” নামক একটি ফেইজবুক (ফেক) আইডির মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি তার ছবি ব্যবহার করে তার সম্পর্কে মানহানিকর পোস্ট করেছে। বিষয়টি তার আত্মীয়-স্বজন ও বন্ধুরা দেখায় মান-সম্মানের ক্ষুন্ন হয়েছে। তিনি ধারণা করে জিডিতে উল্লেখ করেছেন একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় করার জন্য এ ধরনের মানহানিকর পোস্ট করে আসছে।
এ বিষয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. চাঁদ আলী সরদার বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ ঘটনায় পাংশা মডেল থানায় একটি জিডি করেছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান জিডির ব্যাপারটি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গহণ করা হবে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan