রাজবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
- Update Time :
বুধবার, ২৫ আগস্ট, ২০২১
-
৩৩
Time View
শামিম বিশ্বাস, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃআইডি নংঃ ১০১৫
রাজবাড়ী জেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক মাদকব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মাদকব্যবসায়ী রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাজরাপাড়া গ্রামের মোঃ মোকাই শেখের ছেলে মোঃ আলম শেখ (৪৫)।
বুধবার (২৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিঠু ফকির ও এসআই বিমল চন্দ্র বর্মণের সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রাজবাড়ী জেলা সদরের বাগমারা এলাকা থেকে তাকে আটক করে। এ সময় আলমের কাছে থাকা বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা পলিথিনে পেচানো চার কেজি গাঁজা আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ বিশ হাজার হাজার টাকা।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media