কালুখালীতে পর্নগ্রাফী, মামলার আসামী গ্রেফতার-১

কালুখালীতে পর্নগ্রাফী, মামলার আসামী গ্রেফতার-১

240456854 1002928980543289 1168175205528563138 N

-শামিম বিশ্বাস, রাজবাড়ীঃ-আইডি নংঃ ১০১৫
রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে পর্নগ্রাফী আইনে রুজুকৃত মামলার আসামী গ্রেফতার।
পর্নগ্রাফী আইনে মামলা রজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায়। কালুখালী থানা পুলিশের একটি চৌকস টিম। ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানা এলাকা হতে গ্রেফতার করে। পর্নগ্রাফী মামলার ঘটনার সাথে জড়িত। আসামী মোঃ জসিম মন্ডল(৩৫), পিতা, মো তায়জাল মন্ডল, মাতা, হাওয়ারন নেছা , গ্রাম পোড়াহাটি, ইউনিয়ন রঘুনাথপুর, থানা হরিণাকুন্ড, জেলা-ঝিনাইদহ‌‌ কে গ্রেফতার করা হয়েছে। পরে ২০/০৮/২০২১ তারিখ গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তিনি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan