রানিশংকৈল উপজেলা হিলফুল ফুজুল সংগঠন এর পক্ষ থেকে রানিশংকৈল এ বৃক্ষ রোপণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ

রানিশংকৈল উপজেলা হিলফুল ফুজুল সংগঠন এর পক্ষ থেকে রানিশংকৈল এ বৃক্ষ রোপণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ

217359734 326826475733429 2213935103775534567 N

নাহিদ হাসান লিটন, আইডি ৯৬৫
ঠাকুরগাঁও জেলার রানিশংকৈল উপজেলা হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ রানিশংকৈল উপজেলাব্যাপী ১০ হাজার বৃক্ষ রোপণ ও রানিশংকৈল পৌর সশহরের বিভিন্ন যায়গায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে এবং সরকারি স্বাস্হবিধী মেনে চলার জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা হয়েছে। উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম বলেন আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন প্রকার সচেতনতা মুলক প্রচারনার কাজ করছি কারণ গ্রামের মানুষের মধ্যে তেমন কোন সচেতনতা নেই বললেই চলে।
আমরা আগামীতে আরো বিভিন্ন প্রকার সমাজ সেবা মুলক কাজের কর্মসুচি হাতে নিয়েছি।
যেমন আগামীতে আমাদের সংগঠনের নামে একটি পাঠাগার করা এবং আরো একটি প্রাক প্রাথমিকল ল বিদ্যালয় করা এবং
রানিশংকৈল পৌর এলাকার মানুষেকে ১০০% ভাগ স্বাক্ষরতার হার বৃদ্ধি করা।
রানিশংকৈল উপজেলাকে নিয়ে আরো বিভিন্ন প্রকার সমাজ সেবা মুলক কাজ এর প্রকল্প হাতে নেওয়া ও তা বাস্তবায়ন করা। সেই ক্ষেত্রে যদি সরকার আমাদের সংগঠনের দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের এই কর্মসুচিগুলো বাস্তবায়ন করতে পারবো। ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan