চিলমারী থানার রাণীগঞ্জে মানছে না লকডাউন নেই কোন প্রকার স্বাস্থ্যবিধি

চিলমারী থানার রাণীগঞ্জে মানছে না লকডাউন নেই কোন প্রকার স্বাস্থ্যবিধি

209217125 3031897710393542 5924154371042561037 N

কুড়িগ্রাম প্রতিনিধি লোকমান হাকিম (লিটন) আইডি নং-১০০৮
কুড়িগ্রামের চিলমারী থানার রাণীগঞ্জ ইউনিয়নের ভিক্ষু আমের তলে মানছে না লকডাউন। নেই কোন প্রকার স্বাস্থ্যবিধি অনায়সে চলছে সকাল – বিকাল বাজারে লোক সমাগম। কারো মুখে কোন মাস্ক আছে বলে চোখে পরছে না।
যদিও কুড়িগ্রাম জেলা কোভিড-১৯ আক্রমণের বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। তবুও সাধারণ মানুষের মধ্যে নেই কোন সংশয়। নির্বিঘ্নে চালাচল করছে মানুষ লকডাউন এর এই অবসর সময়টা বাড়িতে না থেকে চায়ের দোকানে কাটিয়ে দিচ্ছ সময়। কতটা ভয়াবহ অবস্থা এই সময়টা সে বিষয়ে দেখা যাচ্ছে বরাবরই উদাসিনতা। সাধারণ মানুষকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করেন রাণীগঞ্জের সচেতন সমহল।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan