নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি সহ ধর্মিয় প্রতিষ্ঠান গৃহহীন হয়ে পরছে মানুষ

নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি সহ ধর্মিয় প্রতিষ্ঠান গৃহহীন হয়ে পরছে মানুষ

209545652 3032632143653432 6435849225551382439 N

লোকমান হাকিম (লিটন) কুড়িগ্রাম প্রতিনিধি আইডি নং- ১০০৮
কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে নদী গুলো হয়েছে ভরাট। দেখা দিয়েছে নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দূর্যোগ।নাগেশ্বরী উপজেলার ৩নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে তেলিয়াপাড় দুধ-কুমর নদীতে দেখা দিয়েছে ব্যাপক হারে নদী ভাঙ্গন এতে নদী গর্ভেন বিলীন হচ্ছে নিরীহ মানুষের বেঁচে থাকার একমাত্র সম্বল বসতবাড়ি এবং মসজিদ -মন্দির সহ এলাকার বিভিন্ন ধর্মিয় প্রতিষ্ঠান। কিছুদিন আগে এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতার মাধ্যমে পানি উন্নয়নের উর্ধতন কর্মকর্তাকে নিয়ে আসলেও সে বিষয়ে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করে নি। তবে কিছুদিন আগে নদী ভাঙ্গন রোধে বেড়িবাঁধ দিলেও সে বিষয়ে রয়েছে নানা দুর্নীতির অভিযোগ। তবে সব কিছু পরেও এলাকার সচেতন মহলের দাবি নদী ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ গ্রহনের করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই সাথে এগিয়ে আসবেন বিভিন্ন সামাজিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan