গাইবান্ধা রিপোর্টার,
সরকারের ঘোষণা অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলায় কড়াকড়ি ভাবে লকডাউন চলছে। সকাল থেকেই এক্সিকিউটিভ ম্যাজিজস্ট্রেট এর সাথে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য শহরের বিভিন্ন এলাকায় তাদের সচেতনতা ও মোবাইল একান্তই জরুরী প্রয়োজন ব্যতীত কাউকে শহরে প্রবেশ করতে দিচ্ছে না। উপজেলার সকল সড়কে যানবাহন খুবই সীমিত চলছে। আজ সকালে ভ্রাম্যমান ম্যাজিজস্ট্রেট কে শহরে বিভিন্ন এলাকায় তাদের অভিযান করতে দেখা যায়। জনগণ তাদের প্রয়োজন ছাড়া বাহিরে সেভাবে দেখা যাচ্ছে না। স্বতঃস্ফূর্তভাবে সরকারি বিধিনিষেধ পালিত হচ্ছে গাইবান্ধায়।