কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের তদারকি

কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের তদারকি

205008694 3891071784337120 2430371170776651231 N

সুমন রেয়াজী।ডোমার, নীলফামারী।আইডি৪২০ঃ নীলফামারীর ডোমার উপজেলায় কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম সহ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীকে ডোমারের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করতে দেখা যায়।
করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশের পর থেকে কোনভাবে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সাধারন মানুষের খামখেয়ালীর জন্য এই পরিস্থিতি দিন দিন আরও ভয়ানক রুপ ধারন করছে। এমতাবস্থায় সরকার সোমবার থেকে সীমিত ও বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) সরকারের দেয়া কঠোর লকডাউনের প্রথম দিনে নীলফামারীর ডোমার উপজেলায় সকল দোকান, শপিংমল ও খাবারের দোকান বন্ধ রয়েছে। কিছু উৎসুক মানুষের মাঝে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করতে দেখা গেলেও প্রশাসনের উপস্থিতি দেখে তারা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ শতভাগ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সর্বাক্ষনিক মাঠে থাকবে। কাচাবাজার ও মুদির দোকানে যেসব মানুষ আসছে তাদেরও সকল নিয়ম মেনে সতর্কভাবে চলাচল করতে বলা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan