কুড়িগ্রামের নাগেশ্বরীতে কঠোর লকডাউনে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কঠোর লকডাউনে নেই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা

209419426 3028492374067409 7556597301423745500 N

লোকমান হাকিম (লিটন) কুড়িগ্রাম প্রতিনিধি,,আইডিনং১০০৮
আজ সারাদেশে কঠোর ভাবে লকডাউন পালিত হলেও সে রকম কঠোর ভূমিকায় দেখা যায় নাই নাগেশ্বরীর আইন শৃঙ্খলা বাহিনীকে। আজ সারাদিন সাধারণ মানুষের মাঝে দেখা যায় নাই কোন করোনা আতঙ্ক তারা দিব্যি চলাচল করছে।
সে রকমি দেখা গেলো সন্ধ্যার পরেও
নাগেশ্বরী উপজেলায় প্রবেশের বিভিন্ন পয়েন্টেও দেখা যায়নি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি।
মানুষ প্রয়োজন ছাড়াও বাইরে ঘুরাঘুরি করছে।
শুধুমাত্র কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীকে নজরে পরলেও নেই তেমন তৎপরতা,, শুধু নাগেশ্বরী শহরে নয় পাশের বাজার গুলোতেও দেখা যায় একই চিত্র
সাধারণ মানুষের উপছে পরা ভীড়,, করোনা আক্রমণ নিয়ে নেই আতঙ্ক

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan