ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় কঠোর লকডাউন এর কারনে আমচাষীরা ব্যাপক লোকসানের ঝুঁকির সম্মুখীন

ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় কঠোর লকডাউন এর কারনে আমচাষীরা ব্যাপক লোকসানের ঝুঁকির সম্মুখীন

204816061 2596451300648525 3373856216922089596 N

মাহাফুজ আইডি নং৯৭৩। ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় কঠোর লকডাউন এর কারনে আমচাষীরা ব্যাপক লোকসানের ঝুঁকির সম্মুখীন হয়েছেন। আমচাষী ইলিয়াস আলীর সাথে কথা বলে জানা যায় তার আম বিক্রি না হওয়ায় তিনি পাঁচ লাখ টাকার লোকসান গুেনছেন,অপরদিকে সাহেব আলীর আমের আড়ৎ এ কথা বলে জানা যায় তার কাছে আম কিনতে আসা আমব্যবসায়ীরা আম মোকামে বিক্রি না হওয়ায় তারাও অর্থনৈতিক ভাবে লোকসান এর মুখে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan