তিতাসে স্বেচ্ছাসেবক ‘মহাসিন মুন্সি ঐক্য ফাউন্ডেশনের’ উদ্যোগে এতিমদের মাঝে ফল উপহার

তিতাসে স্বেচ্ছাসেবক ‘মহাসিন মুন্সি ঐক্য ফাউন্ডেশনের’ উদ্যোগে এতিমদের মাঝে ফল উপহার

193785783 814275046185567 5180046640655610363 N

মোঃ আলমগীর হোসেন,তিতাস,কুমিল্লা প্রতিনিধি।
অদ্য সেচ্ছাসেবী সংগঠন ‘মহসীন মুন্সী ঐক্য ফাউন্ডেশনের ‘উদ্যোগে তিতাস উপজেলার চারটি মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে মৌসুমী ফল উপহার দেওয়া হয়েছে,মাদ্রাসা গুলো হচ্ছে,কানাই নগর চেয়ারম্যান বাড়ি নূরানীয়া হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা,মঙ্গলকান্দি ইসলামীয়া ফাজিল ডিগ্রী মাদরাসা ও এতিমখানা,জগতপুর মানবকল্যাণ ফাউন্ডেশন মাদ্রাসা ও এতিমখানা,প্রথম গোবিন্দপুর মৌলভী আবুল হোসেন হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানা।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মহসীন মুন্সী,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহীন সরকার সাংবাদিক আলমগীর হোসেন,তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ জসিম সরকার,জগতপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলএর প্রধান শিক্ষক রুহুল আমিন, তিতাস ইয়াং ফ্রেন্ড ক্লাবের প্রতিষ্ঠাতা মোঃ রুবেল খান রাজ,পৃষ্ঠপোষক তিতাস ইয়াং ফ্রেন্ড ক্লাব এম আই টিপু।তিতাস মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোঃনুরুজ্জামান প্রিফান,মোঃ শরীফুল ইসলাম,মোঃ ইয়াছিন,মোঃ হৃদয় আহমেদ’তাহসান ইসলাম মেহেদী বায়েজি।
‘মহসিন মুন্সী ঐক্য ফাউন্ডেশনে’ সংগঠনটির সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan