ইটনায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ইটনায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

190129420 508159170637176 1303820246146526700 N

আইডি নংঃ ৯৯৬
মোঃ আরিফুল ইসলাম
কিশোরগঞ্জ, প্রতিনিধি।
কিশোরগঞ্জের ইটনায় নদীর পানিতে ডুবে আবু সাহেদ (৩০) নামে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার রায়টুটি ইউনিয়নের উত্তর রাজি গ্রাম সংলগ্ন বন্নি নদীতে পানিতে ডুবে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া যুবক আবু সাহেদ উত্তর রাজি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবু সাহেদ প্রতিদিনের ন্যায় শুক্রবার (৪ জুন) দুপুর সোয়া একটার দিকে বাড়ির পাশের বন্নি নদীতে গোসল করতে যায়।
দীর্ঘ সময় পরও সে বাড়িতে ফিরে না আসায় বাবা-মা ও আত্মীয়স্বজন খোঁজাখুজি শুরু করে।
একপর্যায়ে উত্তর রাজি বাজারের পাশে নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে বাদলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম পানিতে ডুবে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী যুবক আবু সাহেদ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan