বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গাইবান্ধার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, গাইবান্ধার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

190990177 1874586242714823 8915301594599932360 N

গাইবান্ধা প্রতিনিধি(৯৭৮),
আজ ৩১ মে রোজ সোমবার বিআরডিবি, গাইবান্ধা জেলার মে/২১ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপপরিচালক জনাব আবদুস সবুর এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার ৭ উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার ও জুনিয়ার অফিসারগণ উপস্থিত ছিলেন। সভায় বিআরডিবি গাইবান্ধা সকল উপজেলার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ষাট ঘন্টা (ইন হাউজ) ট্রেনিং অনুষ্ঠিত হয়। জুম এপের মাধ্যমে সদর দপ্তর থেকে সংযুক্ত হয়ে ক্লাশ পরিচালনা করেন জনাব এস.এম মাসুদুর রহমান(যুগ্মসচিব), পরিচালক(পরিকল্পনা ও প্রশাসন), বিআরডিবি, ঢাকা এবং জনাব সাঈদ কুতুব (যুগ্ম সচিব), পরিচালক (পরিচালক, ট্রেনিং), বিআরডিবি, ঢাকা। অত্যন্ত প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন তারা।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan