ভোলার চরফ্যাশনে বিদ্যুৎ স্পর্শ হয়ে বরফকলের শ্রমিকের মৃত্যু

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎ স্পর্শ হয়ে বরফকলের শ্রমিকের মৃত্যু

191055489 2994860374071387 6700221178685390326 N

মোঃ আক্তারুজ্জামান জাবেদ
ভোলা প্রতিনিধিঃ
ভোলা চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল (২২) নামের এক বরফকল শ্রমিকের মৃত্যু।
রবিবার (৩০মে) রাত ৯ ঘটিকার সময় চরফ্যাশন সামরাজ সুইজ গেইটের মাদুর বরফকলে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্হানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয় রবিউল। সহকর্মীরা উদ্ধার করে তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চরফ্যাশন থানার এস আই সিদ্দিকী জানান, নিহত ব্যক্তির ডান হাতের আংগুল টিতে পোঁড়া একটি ক্ষত চিহৃ রয়েছে।
তার স্বজনেরা জানান, আগামী কাল ১০ ঘটিকায় তার জানাযা সম্পূর্ণ করে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan