কোভিড-১৯ মহামারীর মধ্যেও শিক্ষাবিস্তারে নটর ডেম কলেজ ময়মনসিংহ

কোভিড-১৯ মহামারীর মধ্যেও শিক্ষাবিস্তারে নটর ডেম কলেজ ময়মনসিংহ

185980277 1687356901450397 7524701326299332894 N

রেক্সি রোজারিও (রেক্স) ময়মনসিংহ প্রতিনিধি (৯৮৭) প্রতিনিধি
বৃহত্তর ময়মনসিংহে শিক্ষা বিস্তারে নটর ডেম কলেজ ময়মনসিংহ কোডিভ-১৯ মহামারির সময়েও শিক্ষা পরিচালনার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা রেখে চলেছে তা সত্যিই প্রসংশনীয়। কোভিড-১৯ এর শুরু থেকেই অনলাইন শিক্ষা কার্যক্রম যেমন-অনলাইন ক্লাস, ইউটিউব, ফেইসবুক পেইজ, জুম এপস্ এগুলোর মাধ্যমে অনলাইন ক্লাস, অনলাইন কুইজ, অনলাইন পরীক্ষা, কো-কারিকুলাম পরিচালনা করে আসছে। গত ২০ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ থেকে ৪ মে ২০২১খ্রিষ্টাব্দ পর্যন্ত অনলাইন প্রশ্ন আপলোডের মাধ্যমে Take Home Exam-এর আয়োজন করেন নটর ডেম কলেজ ময়মনসিংহ-এর মাননীয় অধ্যক্ষ মহোদয়। প্রায় শতভাগ ছাত্রবৃন্দ এই পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং Take Home Exam-এর খাতাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কলেজে প্রেরণ করে। উক্ত পরীক্ষা সুন্দর ও সফলভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তুষ্টি লক্ষ করা গেছে। এই মহান উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে নটর ডেম কলেজ ময়মনসিংহ এর অধ্যক্ষ ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি কলেজের সকল শিক্ষক, স্টাফগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan