জাবেদ ভোলা প্রতিনিধি -ভোলা সদর মডেল থানা ভোলার তত্ত্বাবধানে, মোঃ আনিছুর রহমান, ইনচার্জ, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র, ভোলার নেতৃত্বে অদ্য ১২/০৫/২০২১ তারিখ ২০.০৫ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ, এসআই ইশতিয়াক আল মামুন, এএসআই গুলজার হোসেন ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ড বাগার হাওলা সাকিনস্থ হাসু হাওলাদারের বাড়ির সামনে ভোলা সদর টু ইলিশাগামী পাকা সড়কের উপর হইতে আসামী ১। শেখ ফরিদ (৩০), পিতা-মোকাম্মেল হক, সাং-সুন্দরখালি বাপ্তা, ২। মোঃ মিলন (৪৫), পিতা- মোঃ হাসনাইন, সাং-চর ইলিশা, উভয় থানা ও জেলা-ভোলাদের হেফাজত হইতে ১৫০ (একশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্দার করা হয়।