কালাইয়ে মাদকসহ দু’জন আটক

কালাইয়ে মাদকসহ দু’জন আটক

180160347 974779953317921 7877679321212647492 N

কালাইয়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)মোঃ আল ইমরান, সঙ্গীয়, এএসআই (নিঃ) মোঃ রতন আলী, কং/২৫২ মোঃ করিমুল ইসলাম, সকলেই কালাই থানা, জয়পুরহাট ইং ২৮/০৪/২০২১ তারিখ ২৩:২৫ ঘটিকার সময় কালাই থানাধীন মাত্রাই উচ্চ বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের গেটের সামনে পাঠানপাড়া টু রাজাবিরাটগামী পাকা রাস্তার উপর হইতে আসামী আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৪৭), পিতা- মৃত খোদা বক্স, সাং- দামোদরপুর, থানা- সাদুল্যাপুর, ২। মোঃ দুদু মিয়া (৫৭), পিতা- মৃতঃ নয়া মিয়া, সাং- রায়গ্রাম, থানা- পলাশবাড়ী, উভয় জেলা- গাইবান্ধা দ্বয়’কে দুইটি সাদা পলিথিন দ্বারা বিশেষ ভাবে মোড়ানো ১০ (দশ) পিচ লালচে রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ওজন অনুমান- ০১ গ্রাম, মূল্য অনুমান-২০০০/- (দুই হাজার) টাকা সহ ধৃত করেন।
-ফারুক হোসেন (৯৮৪); জয়পুরহাট প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan