ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঢেউ টিন বিতরণ

ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর,ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঢেউ টিন বিতরণ

169127422 496793395033571 1958506432807588838 N

এমদাদুর রহমান খান (৮৩৭)
ওসমানীনগর প্রতিনিধি:-সিলেটের ওসমানীনগরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউ টিন বিতরণ করা হয়ছে। শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তহবিল থেকে উপজেলা ভবন প্রাঙ্গনে উক্ত ঢেউ টিন বিতরণ কালে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক,এস আই ইয়াছির আরাফাত চৌধুরী,প্রকল্প অফিসের উপসহকারী প্রকৌশলী আলমগীর রেজা, সার্ভেয়ার হজরত আলী, এল জি ই ডি অফিসের সহকারী অনুপ বাবু, অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ সভাপতি লিলুউর রহমান পংকি, সাধারণ সম্পাদক উজ্জল দাশ, সহ সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শরিফ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক ফজলু মিয়া।
এসময় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ উক্ত অসহায় মহিলা দয়া রানীর ঘর মেরামতের দায়িত্ব গ্রহন করেন করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan