শেরপুরের নালিতাবাড়ীর সাবেক ছাত্র নেতা নাজমুল স্মৃতি কলেজের সাবেক ভিপি,নালিতাবাড়ী উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খুকন তার ফেজবুক আইডিতে বলেন, যারা দেশটাকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখছেন মনে রাখবেন মাত্র ১২ ঘন্টার যুদ্ধে এ দেশ ভারত হয়ে যাবে ষড়যন্ত্র নয় স্বাধীনতা রক্ষা করি,
ভিপি খুকনের এই স্টেটাস স্থানীয় মহলে গুরুত্বপায়,বিভিন্ন মহলের কমেন্টের ঝড় উঠে, বতর্মান সময়ের হেফাজত ইসলামের কর্মকান্ডের উপর উদ্দেশ্যে করে বলা তার উক্তি ভাবার বিষয় বলে মনে করেন জনমহল,
এফ রহমান কমেন্টে বলেন,
স্বাধীনতার ৫০ বছর পরও রাজনৈতিক দলগুলো আমাদের কে নিয়ে খেলছে!
সাংবাদিক মনিরুল কমেন্টে বলেন, ভারতের সাথে বিরোধিতা করে লাভের চেয়ে লোকসানের ঝুকি বেশী, না না কারনে আমরা ভারতের কব্জায় আমরা এত বড় শক্তি অর্জন করি নাই যে ভারতের সাথে লড়তে সক্ষম।