শেরপুরের নালিতাবাড়ীর নন্নী সহ ৩.৫০ সময় জেলার বিভিন্ন যায়গায় হঠাৎ কোথাও হালকা কোথাও ভারি বাতাস ঝড় সহ বৃষ্টি হতে দেখা যায়, পথচারীদের চায়ের দোকান সহ বাজারের চালার নিচে কিছু সময় আশ্রয় নিতেও লক্ষ করা যায়,
নন্নী বাজারের এলাকাসুত্রে জানা যায়,
দীর্ঘ দিন মানুষ বৃষ্টির অপেক্ষায় ছিলেন আজ তার সুত্রপাত হওয়ায় স্বস্তির প্রকাশ করেন পাতিল ব্যবসায়ী অনিক আহমেদ বলেন,
ধুলো বালির কারনে বিভিন্ন সমস্যার মুখমুখী হতে হয়, দীর্ঘ দিনের বাজারের ড্রেনে জমে থাকা পঁচা ময়লা আবর্জনার কিছুটা হলেও অবসান হবে।
চায়ের দোকানের কৃষকরা জানান,
বৃষ্টির খুবই প্রয়োজন, ধান সবজি-ফল মাছ চাষে নতুন পানি অনেক উপকারে আসবে।
তবে শীল, ঝড়ের প্রতি তারা অসন্তোষ প্রকাশ করেন।