ওঅন মিয়ং ভাবনা কেন্দ্রে ফাল্গুনী পূণিমা উদযাপন

ওঅন মিয়ং ভাবনা কেন্দ্রে ফাল্গুনী পূণিমা উদযাপন

164402112 447685179798629 7559762448320137760 N

তপন চাকমা, আইডি নং- ৯৫৪, রাঙ্গামাটি প্রতিনিধি।
রাঙ্গামাটি জেলা সদরস্থ ওঅন মিয়ং ভাবনা কেন্দ্রে ফাল্গুনী পূণিমা উপলক্ষ্যে পরলোকগত জ্ঞাতি বর্গের সদগতি কামনার্থে পূর্ণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ্ শ্রীমৎ জ্ঞানলংকার মহাথের(গুন ভান্তের) সঞ্চালনায় স্বধর্ম দেশনা প্রদান করেন চট্টগ্রামের খুলশীতে অবস্থিত বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ রত্নপ্রিয় থের, পাবর্ত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শুভদর্শী মহাথের এবং কাউখালী উপজেলাধীন পোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞাননন্দ মহাথের। সভাপতিত্ব করেন শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের, পাবর্ত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি, সভাপতি মোনঘর পরিচালনা পর্ষদ ও সুযোগ্য অধ্যক্ষ সংঘারাম বিহার। পঞ্চশীল প্রার্থনা করেন বাবু কল্যান মিত্র চাকমা এবং যাবতীয় দানকার্য সম্পাদন করেন শিক্ষাবিদ ও পাবর্ত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ রাঙ্গামাটি সদর ও পৌর শাখার উপদেষ্টা শ্রীমৎ ধর্মকীর্তি মহাথের। অনুষ্ঠান সর্ম্পকিত গুরুত্বারোপ করেন পাবর্ত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক শ্রীমৎ বুদ্ধদত্ত মহাথের। অনুষ্ঠানে অসংখ্য পূণার্থী ছাড়াও প্রাজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
ভাবনাকেন্দ্রের অধ্যক্ষ স্মৃতিচারণ করেন, ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা করার সময় যারা যারা কায়িক ও মানসিকভাবে সার্বিক সহযোগিতা দিয়েছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন । ফাল্গুনী পূর্ণিমা উপলক্ষ্যে বুদ্ধ পুজা, বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan