স”চাকুরী নয় চাকর”
মোস্তাফিজুর রহমান
পেশা দারিত্বের রকমভেদে চাকরি অন্যান্য,
শ্রদ্ধা ভক্তির পাত্র সমাজে ব্যক্তি গন্য-মান্য ।
সালিশ নিষ্পত্তি সকল কাজে করে সবাই মান্য,
চেয়ার খানা প্রাপ্ত হন বিজ্ঞতা তার জন্য।
সংসারেতে মধ্যমণি স্ত্রী-পুত্রের গর্ভ,
মান্যগণ্য ব্যক্তিত্বে অসাধারণ অন্যান্য।
বংশের প্রদীপ দশ গ্রামের বিশিষ্ট জনে গণ্য,
ভালোবাসা স্নেহ মমতার সিক্ত, পরশে জীবন হয় ধন্য।
পড়শীদের সমাদরে গর্ভে দোলে প্রফুল্ল মনে,
কলাহলে জীবন কাটে আত্মমর্যাদায় সিক্ত জলে। পেশাদারিত্বে চাকুরী, চাকর তেজারত মহারাজা,
মিল ফ্যাক্টরির মালিক বনে পরেন গলে সুনাম খ্যাতির মালা।
সমাজ সেবায় দান-খয়রাতে তুলনা যার হয়না,
সৎ ব্যবসায়ী পরকালে পাবেন আরশের তলে ছায়া। শিল্পপতি মহারথী হন যদি তিনি ন্যায়বান পরায়ণ নীতি, অর্জন করেন অঢেল সম্পত্তি অমরত্ব লাভ সুনাম খ্যাতি।
চাকুরীজীবি দাসত্বের বেড়ী ব্যাক্তিস্বাধীনতার গলায় দড়ি,
বসের করলে পায়রবি অব্যর্থ তার প্রমোশন সিঁড়ি।
মত প্রকাশের বালাই নেই বসের কথায় উঠাবসা চায়,
কোথায় যদি উনিশ বিশ হয় আত্মমর্যাদায় কষাঘাত সয়।
ইচ্ছামত বলা চলা যায় না যদিও অনেক কিছু সয়না,
রিজিকদাতা বসকে ভেবে প্রতিবাদ করা যায় না। বলতে গেলে কোন কথা ভিখারির মত দাঁড়িয়ে সোজা,
ভালো মনে থাকলেও তবু একটু দয়া হয়না।
ভৃত্য ভেবে কট মোটিয়ে ক্ষিপ্র চোখে তাকিয়ে বলে পরে আসা যায়না,
জ্ঞানের প্রদীপ ব্যক্তিত্বে মহিয়ান তিনি ছাড়া ত্রিভুবনে এমন মানুষ হয়না।
বসের সেবা ঠিকমতো হলে কর্মে ফাঁকি সবকিছু চলে, সবাই তাকে সমীহ করে বসের দৃষ্টির ধন্য বলে।
বিদ্যার্জনে ব্যর্থ নয় রেজেকের দুয়ার শুধু চাকুরী নয়, ছড়িয়ে রয়েছে পৃথিবী জুড়ে কৌশল কেবল জানতে
হয়।
শিক্ষা শুধু তুমি তোমার পরিবার বর্গের নয় জন্য, স্বাধীন পেশায় মহৎ জীবন উৎসর্গ করো এ পৃথিবীর জন্য।।।