“বাংলাদেশী প্রবাসীদের সমস্যা নিয়ে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত”

“বাংলাদেশী প্রবাসীদের সমস্যা নিয়ে চাঁদপুরে মানববন্ধন অনুষ্ঠিত”

159145008 2971288703158070 7518092333364609397 O

মোঃ মাহমুদুল হাসান
আইডি নং #৩৮৯
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
১৩ মার্চ ২০২১ রোজ শনিবার স্বপথ চত্বর,চাঁদপরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত প্রবাসীদের সমস্যা নিয়ে মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান ইরাক প্রবাসীদের পক্ষে ৪ টি দাবি উত্থাপন করেন।দাবিগুলো হলো ১/ ইরাকে বাংলাদেশী প্রবাসীদের বৈধতা চাই।
২/ ইরাকে বাংলাদেশী প্রবাসীদের ধরপাক বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপ নিতে হবে।
৩/ ইরাকে বাংলাদেশী প্রবাসীদের অপহরন ঠেকাতে দালাল চক্র ও মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
8/ ১ লক্ষ ২০ হাজার বাংলাদেশীকে ওয়ার্কপারমিটের নামে ভুয়া বিসায় ইরাকে মানব পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সামিউল প্রধান, সহ-সভাপতি আক্তারুজ্জামান দিপু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া, জীবন,নিশো,শাওন,রেদওয়ান সহ চাঁদপুর জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সালমান ফারসি,নিয়াজ মোর্শেদ,মাহমুদুল হাসান,শরিফুল সহ আরো অনেকে।
উক্ত মানববন্ধনটি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আর্থিক সহযোগিতায় পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan