ঝিনাইগাতি যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

ঝিনাইগাতি যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

158885967 2881480155503946 499097469967499097 N

মোহাম্মদ আবু তালেব ঃঃঃ৯৫২ঃ ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ দিবস উপলক্ষে ঝিনাইগাতি থানা আয়োজিত এক কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল মাহমুদ ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান সহ উপজেলাধীন সকল স্তরের নেতৃত্ব বৃন্দ ও সকল স্তরের আইন সহায়তাকারী। বক্তব্যে ৭ মার্চের ভাষণের যাবতীয় দিকসহ মুক্তিযুদ্ধের ভয়াবহ সেই কথাগুলো তুলে ধরেন এবং এই ইতিহাস ভুলার নয় আগামী প্রজন্ম যেন তা স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan