নবীন উদ্যোক্তা দের সাক্ষাৎ

নবীন উদ্যোক্তা দের সাক্ষাৎ

157638617 762116904735611 8593125830714054699 N

নামঃ মঈনুদ্দিন আইডি নাম্বার ঃ৮৮০ উত্তরা প্রতিনিধি
গত ৫/০৩/২১ তারিখে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রধান জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে বতর্মান বাংলাদেশের উদ্যোক্তা তৈরীর কারিগর ওয়ার্ল্ড বুকে রেকর্ড দারী , একটানা টানা ৯০ দিন অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকেন। যাকে একুশ শতকের উদ্যোক্তা কারীগর বলা হয়। তার সাথে শরীয়তপুর জেলার নবীন উদ্যোক্তারা সাক্ষাৎ করেন। উক্ত সাক্ষাৎ শেষে নবীন উদ্যোক্তারা জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে শরীয়তপুর জেলার পক্ষ থেকে একটি ক্রেস্ট, সম্মাননা সূচক একটি স্মারকলিপি, ও ফুল দিয়ে স্যারের প্রতি সম্মান প্রদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan