দীঘিনালায় ধর্ম নিয়ে বিভ্রান্তি; থানায় অভিযোগ

দীঘিনালায় ধর্ম নিয়ে বিভ্রান্তি; থানায় অভিযোগ

123048267 191136329246260 6283917662391283480 O

দীঘিনালা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ি এলাকার বেল্লাল হোসেন ঝিনুক নামে এক ব্যক্তির আইডি থেকে ধর্ম নিয়ে বিভ্রান্তিমূলক ফেজবুক পোস্ট করায় অত্র উপজেলার রশিক নগর এলাকার মোঃ চাঁন মিয়া বাদী হয়ে দীঘিনালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২ নভেম্বর(সোমবার) দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় অভিযুক্ত ব্যক্তির ফেসবুক আইডি হতে শ্রী কৃষ্ণ ও গৌতম বুদ্ধর নামের সাথে (আঃ) ব্যবহার করে তার ফেসবুক আইডিতে পোস্ট করে। এবং বিষয়টি তাৎক্ষণিক নানা সমালোচনা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
বিষয়টি আলেম-ওলামা ও স্থানীয় ধর্মপ্রান মুসল্লীদের দৃষ্টিগোচর হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বেল্লাল হোসেন ঝিনুক বিগত সময়ে বিভিন্ন ধর্ম ও ইসলাম নিয়ে কটুক্তি করেছে৷ তার দৃষ্টান্তমূলন শাস্তি দাবী করেন সবাই।
এ বিষয়ে অভিযুক্ত বেল্লাল হোসেন ঝিনুকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
মোঃ মহাসিন মিয়া ৮৩৬
দীঘিনালা, খাগড়াছড়ি।
মোবাইল – ০১৫৩৩২৯৫৩৯৪

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan