রংপুর জেলা জাতীয় পার্টির মাসিক সভার আয়োজন

রংপুর জেলা জাতীয় পার্টির মাসিক সভার আয়োজন

123202703 1615683441944202 6973053161328827792 O

মোঃ আদম আলি শাহ- রংপুর, গংগাচড়া উপজেলা প্রতিনিধিঃ
আইডি নং ৯০৮
আজ ০২/১১/২০২০ইং তারিখে রোজ সোমবার, রংপুর জেলা জাতীয় পার্টির মাসিক সভা অনুষ্ঠান স্থান ঃজাতীয় পার্টির রংপুর কেন্দ্রীয় কার্যালয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেনঃ জনাব মোঃ মসিউর রহমান রাঙ্গা, এমপি বিরোধীদলীয় চিফ হুইপ। এবং সেখানে আরও জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর জেলা জাতীয় পার্টির অফিস প্রাণ ফিরে পেল আজ,,
উত্তাল হয়ে উঠেছিল জাতীয় পার্টির তৃণমূলের ত্যাগী
নেতা কর্মী বৃন্দ,, প্রাণ ফিরে পেয়েছিল পল্লীবন্ধু এরশাদের হাতে গড়া রংপুরের সেই দলীয় কার্যালয়। প্রিয় নেতা নেতা-কর্মীদের দিলেন যথাযথ দিক নির্দেশনা বললেন জাতীয় পার্টি বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাত ধরে স্বপ্ন দেখার কথা, এগিয়ে যাওয়ার কথা, আলো আসবেই ইনশাআল্লাহ।
এবং সেখানে আরও অন্যান্য নেতাকর্মীরা তাদের মতামত বিনিময় করলেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan