ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল

ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল

122915682 2862104187406956 3233678702996308512 O

ফুলপুর  প্রতিনিধি -রবিউল হক বাবু সরকার
আইডি নংঃ-৯০৬
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুসাহাম্মদ (.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ জেলাধীন ফুলপুর উপজেলা ১০ নং বওলা ইউনিয়নে।
বৃহস্পতিবার (২৯অক্টোবর) বাদ আসর বওলা বাজার জামে মসজিদ সংলগ্ন রাস্তায় বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণে ছিলেন নবীর প্রেমিক উলামায়ে কেরাম গন সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে ধর্ম প্রাণ মুসলমান ভাইয়েরা।
সেখানে উপস্থিত ছিলেন
মোবাশ্বির হোসাইন সাকী আল কাশেমী (বুশরা মাদ্রাসার মুহতামিম), শহিদুল ইসলাম (কুবরা মাদ্রাসার মুহতামিম), শহিদুল ইসলাম,(বওলা জামে মসজিদ এর ইমাম ও খতিব),মাহবুব আলম,(হযরত সুমাইয়া (রাঃ) মহিলা মাদ্রাসা মুহতামিম), রবিউল হক বাবু সরকার (বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন এর পরিচালক), (মুসলিম পরিষেবা পর্ষদ), ফারুক হোসাইন (বওলা স্বতন্ত্র ইবতেদায়ী প্রধান শিক্ষক), মাহমাদুল হাসান (এমদাদিয়া শ্যাহরিয়া নুরানি হাফিজী মুহতামিম), (মানব কল্যাণ সমাজ সংগঠন এর কার্যকর কমিটির সদস্য বৃন্দ),(দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক গনেরা),(নুরানিয়া হাফিজিয়া ফুরক্বানিয়া খালিশাপাড়া), (মহদীপুর বাইতুল কুরআন মাদ্রাসা), (মিফতাউল উলুম সুতারপাড়া মাদ্রাসা),(নুরানি হাফিজিয়া সুতিয়া পাড়া মাদ্রাসা),(নুরানিয়া হাফিজিয়া আজমপুর)স্থানীয় বিভিন্ন নেতৃত্ব বর্গ ইত্যাদি প্রমূখ মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশ গ্রহণে মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ব্যাঙ্গ চিত্রে প্রতিবাদে বিক্ষোভ মিছিল সম্পূর্ণ হয়েছে.

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan