সড়ক দুর্ঘটনায় নিহত তিলোত্তমার মা এবং সাথে গুরুতর আহত তিলোত্তমা

সড়ক দুর্ঘটনায় নিহত তিলোত্তমার মা এবং সাথে গুরুতর আহত তিলোত্তমা

122859373 1611869978992215 7237862766759205493 O

মোঃ আদম আলী শাহ -রংপুর, গংগাচড়া উপজেলা প্রতিনিধিঃ-
আইডি নং ৯০৮
ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্রী পঞ্চগড়ের মেয়ে ক্ষুদে গানরাজ তারকা তিলোত্তমা বিশ্বাসের মা সড়ক দুর্ঘটনায় নিহত এবং তিলোত্তমা সহ তার স্বপরিবার গুরুতর আহত৷
বুধবার বিকেলে স্বপরিবারে বড় বোনের বাসায় যাওয়ার পথে দিনাজপুর বীরগঞ্জ কবিরাজ হাটে একজন বয়স্ক ব্যক্তিতে বাঁচাতে গিয়ে প্রাইভেট কারটি উল্টে গাছের সাথে ধাক্কা লেগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত!এবং তার মা ঘটনাস্থলেই নিহত হন ।
গাড়িতে থাকা তিলোত্তমা বিশ্বাস সহ তার বাবা নির্মল বিশ্বাস ওবোন আঁখি বিশ্বাস এবং ছোট ভাই পলক, আহত সকলেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে৷

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan