মশিউর রহমান রাঙ্গা মহোদয়ের সাথে জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভা

মশিউর রহমান রাঙ্গা মহোদয়ের সাথে জাতীয় ছাত্রসমাজের মতবিনিময় সভা

122767588 1611276815718198 1372790101634077233 O

মোঃ আদম আলী শাহ -রংপুর গংগাচড়া উপজেলা প্রতিনিধিঃ৯০৮
“এসো নবীন দলে দলে,
জাতীয় ছাত্রসমাজের পতাকা তলে,,
” রাজপথের দীপ্ত আওয়াজ জাতীয় ছাত্রসমাজ, দলে দলে যোগ দিন,,
জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি মহোদয়ের আজ জাতীয় ছাত্র সমাজ এর সাথে মতবিনিময় সভা হলো,, মশিউর রহমান রাঙ্গা সৈয়দপুর থেকে সরাসরি রংপুরে আসেন তারপর রংপুর থেকে কিছুক্ষণ পরেই গঙ্গাচড়ায় উপস্থিত হন, তারপর আজ বিকেল তিনটায় মশিউর রহমান রাঙ্গা মহোদয় গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন এবং তার দলের সকল কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় আলোচনা করেন,, এবং তার দলের সকল কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগতম জানান,,
উক্ত সভায় গংগাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন যে আজ ২৮/১০/২০২০ হইতে ০১/১১/২০২০ইং রংপুর জেলায় উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan