ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৪ জন।

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৪ জন।

122809917 2861182740832434 6787171748047546708 N

ফুলপুর উপজেলা প্রতিনিধি -Robiul Haque Babu Sarker ID NO: 906
ময়মনসিংহের ফুলপুর উপজেলায়  বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৪ জন।
আহতরা হলেন, বালিয়া ইউনিয়নের নারায়ণপুরটি গ্রামের মৃত ইমান আলীর ছেলে রিস্কা চালক মজিবর রহমান(৪৫), নাগলা বাজারের কামাল হোসেনের স্ত্রী ঝর্ণা আক্তার(২৫) ও শিশু কন্যা কাশফিয়া আক্তার(১) অন্যজন ঘটনাস্থল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
জানা গেছে, উপজেলার ফুলপুর-বালিয়া সড়কের বিলাসিতা বাজার নামক স্থানে নানার বাড়ি বেড়াতে যাবার জন্য ব্যাটারি চালিত রিশ্কায় ওঠার সময় কোম্পানির পণ্যবাহী ব্যাটারি চালিত অটো রিশকা ধাক্কা দিয়ে। এতে করে গুরুতর আহত হয় ৪ জন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণা আক্তার কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন নাক ও মুখ দিয়ে রক্ত আসার কারণে এবং ফুলপুর হাসপাতালে শিশুসহ তিনজন ভর্তি আছেন ।
ছবিতে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি, লোকেরা দাঁড়িয়ে আছে এবং জুতো
ইনসাইট দেখুন
পোস্টের দর্শক সংখ্যা 1
1
1টি কমেন্ট

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan