নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- Update Time :
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
-
২৭
Time View
ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ অসমাপ্ত ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের লক্ষে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ খ্রি. দিনব্যাপী উপজেলা মিলনায়তনে বর্ধিত সভার আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.কুদরত আলীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জোয়াহেরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রকিব খান শামিম, রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সদস্য তারেক শামস খান হিমু, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ইনসাফ আলী ও সদস্য এ্যাড.দাউদুল ইসলাম দাউদ প্রমূখ। সভায় উপজেলার শাখা সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media