যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নূরজাহান ইসলাম নীরা বিজয়ী

যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে নূরজাহান ইসলাম নীরা বিজয়ী

121968715 4231127300290767 699101742446576763 N

এস. এম. শফিক, যশোর (৭১৮) প্রতিনিধি:
যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা নৌকা প্রতীক নিয়ে ২৭৬০১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোঃ নুর-উন-নবী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৯৪ ভোট।
সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর রশিদ স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, উপজেলার মোট ভোটার সংখ্যা ৫৬০৫২৫ জন, মোট ভোট কেন্দ্র ১৭৫ টি, ফলাফল প্রা্প্ত কেন্দ্র সংখ্যা ১৭৫ টি, মোট বৈধ ভোটের সংখ্যা ২৮৮৪১৩ টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ১৭৮১ টি, সর্বমোট প্রদত্ত ভোট ২৯০১৯৪ টি এবং প্রদত্ত ভোটের গড় ৫১.৭৭%, স্থগিতকৃত কেন্দ্রের সংখ্যা ০ টি।
উল্লেখ্য যে, সদর উপজেলার চেয়ারম্যান জনাব শাহীন চাকলাদার যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য থাকা সাপেক্ষে আজ ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। জনাব নূরজাহান ইসলাম নীরা ইতোপূর্বে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan