ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

ঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

121782171 2728009914140258 5933637664038042404 N

শেরপুর প্রতিনিধি ঃ-৮৩১

শেরপুরের ঝিনাইগাতীতে রাষ্টীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমজাদ হুসেনর দাফন সম্পন্ন করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টা উপজেলার বন্দভাটপাড়া তার নিজ বাড়ীতে বার্ধ্যক্ষ্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে……রাজেউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল (৮০) বছর। মরহুমের জানাযার নামাজ ১৮ অক্টোবর রবিবার বিকাল ২ টা স্থানীয় রফিকের ধানের খলায় রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন করা হয়। এসময় মরহুমের প্রতি ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুরুজ্জামান ,ডেপুটি কমান্ডার শামসুল আলম, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্ববায়ক সাইফুল ইসলাম প্রমূখ। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ,সাত ছেলে ও একমেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

ছবিতে থাকতে পারে: এক বা আরও বেশি ব্যক্তি এবং আউটডোর

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan