বাটনসহ ফাইভজি ফোন আনবে ব্ল্যাকবেরি

বাটনসহ ফাইভজি ফোন আনবে ব্ল্যাকবেরি

55466546544545

নানা গুজব আর গুঞ্জনের পর সব আশঙ্কা দূর করে আবারও ফিরছে ব্ল্যাকবেরি।

আগামী বছরে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্টসহ ফিজিক্যাল কিবোর্ডের ফোন নিয়ে আসবে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা কোম্পানিটি। জানা গেছে, আগামী ৩১ আগস্ট টিসিএলের সঙ্গে ব্ল্যাকবেরির অংশীদারিত্ব শেষ হবে।

তাই নতুন কোম্পানি অনওয়ার্ডমোবিলিটির সঙ্গে চুক্তি করেছে তারা। ফোন উৎপাদনের জন্য নতুন চুক্তি না করলে চিরতরে বিদায় নিতে হতো ব্ল্যাকবেরিকে। ব্ল্যাকবেরির ডিজাইন, উৎপাদন ও বিক্রির স্বত্ব কিনে নেয়া অনওয়ার্ডমোবিলিটি নতুন একটি স্টার্টআপ। অস্টিনভিত্তিক এই স্টার্টআপের কর্মী সংখ্যা ৫০।

ফোনটির অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড। ফোনটি সর্বপ্রথম হাতে পাবেন উত্তর আমেরিকা ও ইউরোপের বাসিন্দারা। গত দশকের মাঝামাঝি জনপ্রিয়তা কমতে থাকলে ২০১৬ সালে ফোন উৎপাদনের জন্য টিএলসি কমিউনিকেশনের সঙ্গে চুক্তি করে ব্ল্যাকবেরি। টাচস্ক্রিন ফোনের বাজারে সুবিধা করতে না পারায় দ্রুতই ব্ল্যাকবেরি ফোনের বিক্রি কমে যায়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan