এডিসি তৌহিদের নতুন গান ‘আকাশ ভালোবাসি’

এডিসি তৌহিদের নতুন গান ‘আকাশ ভালোবাসি’

Image012

পুলিশ কর্মকর্তা ও সংগীত শিল্পী তৌহিদ ইথুনের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। দেড় বছর পর ‘আকাশ ভালোবাসি’ শিরোনামের এই গানটি ইউটিউব চ্যানেল টি-মিউজিকের ব্যানারে প্রকাশের পর এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। গত বছর একুশ নিয়ে তৌহিদ ইথুনের গাওয়া ‘একুশ আমার চেতনা’ শিরোনামের গানটিও ব্যাপক আলোড়ন ফেলে সঙ্গীত অঙ্গনে। তৌহিদ ইথুন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত। এবারের গানটি সম্পর্কে তৌহিদ ইথুন জানান, গানটি একটি আধুনিক মেলোডি নির্ভর গান। পুলিশের চাকরিতে যোগ দেয়ার পর নিয়মিত গান গাওয়াটা কিছুটা থমকে যায় পেশাগত কারণেই। তবে গানের নেশা কাটেনি কখনো। তিনি বলেন, পেশাগত কাজের পাশাপাশি ভালোলাগার জায়গা থেকে গান করি। ভবিষ্যতে নিয়মিতভাবে গান করার ইচ্ছে রয়েছে। গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই এবং মিউজিক করেছেন এম এ রহমান। গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আরজে অপু ও উঠতি মডেল রাইসা রিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan