আরেক ব্রাজিলিয়ানকে দলভুক্ত করলো বসুন্ধরা কিংস

আরেক ব্রাজিলিয়ানকে দলভুক্ত করলো বসুন্ধরা কিংস

90 7

রবসন আজেভেরো দ্য সিলভা রবিনহোর পর জোনাথন দ্যা সিলভেইরা ফার্নান্দেজ নামের আরেক ব্রাজিলিয়ানকে এএফসি কাপের জন্য আনছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সর্বশেষ সাও পাওলোর ক্লাব সাও বেনতোতে খেলেছেন এই মিডফিল্ডার। ২৫ বছর বয়সী ফার্নান্দেজ রিও জেনেইরোর ক্লাব বোতাফোগোর খেলোয়াড়। ক্লাবটির হয়ে ৭৬ ম্যাচ খেলে ১০ গোল করেছেন তিনি। ২০১৮ সাল থেকে তিনি ধারে খেলছেন বিভিন্ন ক্লাবে। ফার্নান্দোজকে নিয়ে বসুদ্ধরা কিংসের তিনজন বিদেশি হলো। আর্জেন্টিনার বার্কোসের পর দুই ব্রাজিলিয়ানে আক্রমণভাগ আরো শক্তিশালী হলো প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি সম্পন্ন করে এক ভিডিও বার্তায় ফার্নান্দেজ বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আমি ফার্নান্দেজ বলছি। সম্প্রতি আমি বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। ক্লাবটির জার্সি পরতে আমার আর তর সইছে না। এটা আমার জন্য চমৎকার এক অভিজ্ঞতা হবে। খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan