দীঘিনালায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী পালন

দীঘিনালায় ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৬ তম বার্ষিকী পালন

118177681 166232901736603 8902900543471833777 O

(মোঃ মহাসিন মিয়া- ৮৩৬ দীঘিনালা)

বাঙালি জাতি আজ শ্রদ্ধাবনতচিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন করেছ। করোনা সংক্রমণের কারণে কর্মসূচিতে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কাটছাঁট করা হয়েছে। ২১ আগস্ট দিনটিকে ২০০৪ সালের পর থেকে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে ও হতাহতদের স্মরণে সন্ত্রাস এবং জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে বাংলাদেশ আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা দীঘিনালা শাখার উদ্যোগে কর্মসূচি পালন করা হয়।

আজ ২১আগস্ট (শুক্রবার) সকাল ১০ঃ০০ ঘটিকায় দীঘিনালা দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা দীঘিনালা শাখার সভাপতি ও অত্র উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আলহাজ্ব মোঃ কাশেম, সাধারণ সম্পাদক জনাব, বিদুৎ বরণ চাকমা, প্রেসক্লাবের সভাপতি জনাব, জাহাঙ্গীর আলম রাজু এবং অনান্য নেতাকর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে ২১ আগস্টে হতাহতদের স্মরণ করা হয়। নিহতদের স্মরনের এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan