থ্রিলার সিনেমা নিয়ে আসছেন হৃতিক

থ্রিলার সিনেমা নিয়ে আসছেন হৃতিক

666565564

হৃতিক রোশনকে নিয়ে আবারও সিনেমা বানাতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সম্প্রতি এ বিষয়ে মৌখিক আলোচনা হয়েছে বলে গুজব ছড়িয়েছে বলিউডে। হৃতিক বা যশরাজের পক্ষ থেকে কিছু না বলা হলেও সম্প্রতি ফিল্মফেয়ার তাদের একটি খবরে প্রকাশ করেছে এই তথ্য।

একটি থ্রিলার আমেজের চলচ্চিত্র দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন হৃতিক রোশন। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ মালহোত্রা।

থ্রিলার ঘরানার এই ছবিটি নির্মিত হবে বাস্তব জীবনের গল্পে। ছবিটির চিত্রনাট্য শোনার পর খুবই আগ্রহ দেখাচ্ছেন হৃতিক। তিনি রাজিও হয়েছেন ছবিটি করতে। ক্যারিয়ারে এর আগে এমন কোনো চরিত্রে কাজ করা হয়নি তার। সেজন্য বেশ মনযোগ নিয়ে নিজেকে ছবিটির জন্য প্রস্তুত করছেন এই সুপারস্টার।

২৭ সেপ্টেম্বর বলিউডের কিংবদন্তি পরিচালক ও প্রযোজক যশ চোপড়ার জন্মদিন। সেদিনই এ ছবির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে হৃতিকের। সেখানে নায়িকা হিসেবে কে থাকবেন তাও ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের প্রযোজনায় হৃতিকের সর্বশেষ ছবি ছিল ‘ওয়ার’। ব্যবসা সফল এ ছবি উপহার দেওয়ায় আবারও বলিউডের গ্রিক গডের উপর ভরসা রাখছে ভারতীয় সিনেমার জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan