প্রাথমিকের ৭ কোটি ২০ লাখ বই মুদ্রণে দরপ্রস্তাব অনুমোদন

প্রাথমিকের ৭ কোটি ২০ লাখ বই মুদ্রণে দরপ্রস্তাব অনুমোদন

ওনেরসেনরমনসম 1

আগামী এক জানুয়ারি উৎসবমুখর পরিবেশে বই উৎসব পালন করতে চায় সরকার। এ লক্ষ্যে সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এসব বই সরবরাহের কাজ পেয়েছে দেশীয় ৯৮টি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ১৯তম সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, প্রতি বছর আমরা একটা উৎসবমুখর পরিবেশে বই বিতরণ করে থাকি। এ বছরও আমরা সেটি করব ইনশাআল্লাহ। এ জন্য সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের অনুমোদ দেয়া হয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১৩২ কোটি ৪১ লাখ ৫১ হাজার ৭৪৬ টাকা।

তিনি বলেন, এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হলে এক হাজার ২২টি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয়। এর মধ্যে যাচাই-বাছাই করে ৯৮ জনকে এসব বই সরবাহের কাজ দেয়া হয়েছে। এ ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং দরপত্রে কম দাম উল্লেখ করেছে তাদেরই কাজ দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এ কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য যারা বই সরবরাহের কাজ পেয়েছে তাদের কাছে সিকিউরিটি মানি নেয়া হচ্ছে ১০ শতাংশ। সিকিউরিটি মানি বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছিল কিন্তু সবকিছু বিবেচনা করে সেটি বাড়ানো হয়নি। আগেরটাই রাখা হয়েছে। আমরা আশা করি সরবরাহকৃত প্রতিষ্ঠানগুলো সময়মতো বই সরবরাহ করবে।

উল্লেখ্য, প্রতিবছর ইংরেজি নববর্ষের প্রথম দিন (১ জানুয়ারি) প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয় সরকার। ওইদিনই সরকার সারা দেশে বই উৎসব পালন করে থাকে। গত এক জানুয়ারিও এ উৎসব পালিত হয়েছে। কিন্তু করোনার থাবায় গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan