(সংবাদদাতা, মোঃ মহাসিন মিয়া- ৮৩৬)
খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ দীঘিনালা উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে জিবন জীবিকা ব্যাহত হওয়া বেসরকারি প্রাথমিক স্কুলের সম্মানিত শিক্ষকদের জন্য মাননীয় জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস স্যারের পক্ষ থেকে দীঘিনালা উপজেলায় ১৭৬ জন বেসরকারি সন্মানিত শিক্ষকের মাঝে এক হাজার টাকা হারে মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়। আজ মঙ্গলবার দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মোহাম্মদ উল্লাহ’র উপস্থিতিতে এঅর্থ বিতরণ করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে করোনায় জীবন জীবিকা ব্যাহত হওয়া ১৭৬ জন বেসরকারি স্কুলের সন্মানিত শিক্ষকদের মাঝে এক হাজার টাকা হারে মোট ১ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।