ধুনটে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ি ও ওয়ারেন্ট আসামী গ্রেফতার

ধুনটে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ি ও ওয়ারেন্ট আসামী গ্রেফতার

117877432 2738659693123576 8706849613104768546 O

প্রতিনিধি; মোঃ শিপন শেখ, ধুনট বগুড়া।
আইডি;১২২

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের দক্ষিণ পাড়া শাজালাল ইসলামের ছেলে নুরুল ইসলাম (৩৬) কে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা যায় যে, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ এস সালাম, এস আইই ফজলুল হক, এস,আই রুহুল আমিন, এস,আই শ্রী- প্রদ্বীপ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে এক মাদক অভিযান চালিয়ে, মাদক ব্যবসায়ী নুরুল ইসলামের বসতবাড়ী এলাকার মেশিন ঘর থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে (মাদক ব্যবসায়ী গেন্জি পরা) । এদিকে উপজেলার সোনাহাটা গ্রামের সামছুল হক প্রামানিকের ছেলে ওয়ারেন্টর আসামী মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেন পুলিশ। ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্দু বালা বলেন, ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী নুরুল ইসলামকে গ্রেফতার করে , বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan