কোরবানীর গরু কিনে বাড়ি ফিরে যাওয়া হলোনা শিক্ষকের

কোরবানীর গরু কিনে বাড়ি ফিরে যাওয়া হলোনা শিক্ষকের

Road Accident

কোরবানীর গরু কিনে বাড়ি ফেরার পথে ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তাহাজ্জত হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার সকালে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের কাদিপুর নামকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়। তাহাজ্জত হোসেন যশোর আঞ্জুমান এতিমখানার শিক্ষক।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান মিয়া জানান, নলডাঙ্গা থেকে একটি গাড়ীতে গরু নিয়ে কালীগঞ্জের দিকে আসছিল। পথিমধ্যে কাদিপুর নামক স্থানে গাড়ীটি উল্টে গেলে তার নীচে চাপা পড়ে তাহাজ্জত হোসেনসহ আরো ২ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শিক্ষক তাহাজ্জতকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan