মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)
ঢাকা প্রতিনিধি
বিডিইউনিয়ন নিউজ
করোনা মহামারীর প্রকোপ কমাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদেশে মাত্র ১৭ জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু গতকাল থেকে যোগ হয়েছে আরও ১৩ জোড়া ট্রেন, এই নিয়ে মোট ৩০ জোড়া ট্রেন সারাদেশে চলাচল শুরু হয়েছে। তবে এখন থেকে যাত্রীদেরকে টিকেট যার ভ্রমণ তার নীতিতে ট্রেন চলাচল করতে হবে। শুধুমাত্র অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করা আইডি থেকে টিকেট কাটতে হবে, সাথে যুক্ত করতে হবে যাত্রীর নাম, মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র নম্বর। একজন যাত্রী একসাথে চারটা টিকেট কাটার সুবিধা পাবে এবং ভ্রমণের ৫ দিন আগে ট্রেনের টিকেট কাটতে পারবে। কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথে কিংবা ট্রেনে ভ্রমণকালে টিকেটে উল্লেখ করা নাম এবং আইডি নম্বর যাত্রীর সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের সাথে মিলিয়ে যাত্রীর পরিচয় সনাক্ত করা হবে। কোনভাবেই একজনের নাম ব্যবহার করে ক্রয়কৃত টিকেট দিয়ে অন্যজন ভ্রমণ করতে পারবেনা তবে পরিবারের লোক সাথে থাকলে একজনের নাম ব্যবহার করে পরিবারের অন্য সদস্যরা ভ্রমণ করতে পারবেন। এই নিয়ম ভংগ করলে জরিমানা আদায় বা ৩ মাসের জেল অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। কালোবাজারি দূর করা এবং ট্রেন ভ্রমণকে আরো আরামদায়ক করার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মতামত প্রদান করেছেন।