দক্ষিণ কুমিল্লা বাসীর প্রানের সংগঠন ভিক্টোরি অফ হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে বৃহত্তর লাকসাম উপজেলার
কান্দিরপাড় ইউনিয়নের চেঙ্গাচল গ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১মিনিটে ১০০টি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ
বিকেল ৫ঘটিকা থেকে ৫ঘটিকা ১মিনিট পর্যন্ত শতাধিক সদস্যের উপস্থিতিতে অত্র কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে সন্ধ্যা সাতটায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এর প্রধান কার্যালয়ে “আলোচনা সভা ও দু’য়া মাহফিল” এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পির সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দু’য়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সম্মানিত মেয়র প্রফেসর আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান মজুমদার সুইট। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সাকিব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, অর্থ সম্পাদক খান শামিম আহমদ, রাফি মাহমুদ,
শামিম আহমেদ, ইমরান মাহমুদ প্রমুখ।
মোহাম্মদ হাসিব উল্লাহ