শ্রীপুরে গণজাগরন মঞ্চের নেতা আনোয়ার হোসাইন আবারও গ্রেফতার

শ্রীপুরে গণজাগরন মঞ্চের নেতা আনোয়ার হোসাইন আবারও গ্রেফতার

117311591 1034370296982033 5479940227486087809 N

জাহাঙ্গীর আলম বিডি ইউনিয়ন নিউজ শ্রীপুর উপজেলা প্রতিনিধি আইডি নং ৪৮৮

গাজীপুরের শ্রীপুর উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা একটি মামলায় পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার বাড়ি থেকে তাকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সবুজ মিয়া নামে শ্রীপুর পৌরসভার এক কর্মচারী গত ৩০ জুলাই আনোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। সবুজের অভিযোগ- ফেসবুকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়েছে।

শ্রীপুর থানার এসআই নাজমুল হক জানান, ছাপিলাপাড়া এলাকার সুলতান উদ্দিনের ছেলে আনোয়ার মামলার পর থেকেই পলাতক ছিলেন। বুধবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার বাদী সবুজ বলেন, বেশ কিছুদিন ধরেই ফেসবুকে নানা অসত্য তথ্য দিয়ে তাকে ও তার পরিবারকে হেয় করে আসছিলেন আনোয়ার। উপায় না পেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এর আগে গত ১৭ মার্চ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে একই আইনে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে প্রায় তিন মাস কারাবাসের পর জামিনে বেরিয়ে আসেন তিনি।

ছবিঃ সংগৃহীত আনোয়ার হোসাইন

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan