নোয়াখালীতে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

নোয়াখালীতে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক

104

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী প্রতিনিধি,আইডি নং-৬৯৬
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর সেকেন্ড ইন্ড কমান্ড মঞ্জু খালাসী (২৫) নামে এক হত্যা মামলার আসামিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজীপুর এলাকার কালামিয়া পোল সংলগ্ন আবুল কাশেম মিয়ার মাছের প্রজেক্টে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মঞ্জু খালাসী চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের খালাসী বাড়ির হোরণ মিয়ার ছেলে।
পুলিশ বলছে, সে বেগমগঞ্জ উপজেলার শরীফপুর এলাকার আলোচিত হাসান হত্যা মামলার ১ নম্বর আসামি। এ ছাড়াও হত্যাসহ বিভিন্ন অপরাধে দায়ের হওয়া ৩টি মামলা রয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন উর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan